সারা দেশে গরিব প্রসূতিদের বিনা মূল্যে অ্যাম্বুলেন্স-সেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। আজ বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি গর্ভবতী মায়েদের প্রসবকালীন সময়ে বিনা মূল্যে অ্যাম্বুলেন্স-সেবা দেব। গর্ভবতী মহিলাদের প্রসববেদনা উঠলে তাঁদের পরিবারের কেউ আশপাশের হাসপাতালগুলোর সঙ্গে ফোনে যোগাযোগ করে এই ফ্রি অ্যাম্বুলেন্স-সেবা নিতে পারবেন।’ অ্যাম্বুলেন্স ভাড়া জোগাড় করতে না পেরে অনেক নারী ঘরে...

